Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা পাবার ধাপসমূহ
বিষয়বস্তু
বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ প্রসেস ম্যাপ
শিক্ষার জন্য উপবৃত্তি বিতরণ
বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ প্রসেস ম্যাপ
শিক্ষার জন্য উপবৃত্তি
সেবা-১
শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান
রোগীর দিক নির্দেশনা
বর্হি বিভাগে রোগীর রেজিষ্ট্রেশন
চিকিৎসা প্রদান
ঔষধ গ্রহন
প্রশিক্ষণ
প্রশিক্ষণ
উপজেলা সমবায় অফিস
b
d
জনগন
বর্হি বিভাগে রোগীর সবা-1
বর্হি বিভাগে রোগীর সবা-২
রোগীর দিক নির্দেশনা
ইপিআই কর্মসূচী
ক্ষুদ্র ঋণ প্রকল্প
প্রশিক্ষণ প্রদান
এবাএখা
কৃত্রিম প্রজনন।
টিকা প্রদান
প্রশিক্ষণ প্রদান
চিকিৎসা প্রদান
চিকিসা সেবা
চিকিসা সেবা
কৃত্রিম প্রজনন।
কৃত্রিম প্রজনন।
টিকা প্রদান
টিকা প্রদান
প্রশিক্ষণ প্রদান
কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ
কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ
কীটনাশক লাইসেন্স
ফসল ও বালাই ব্যবস্থাপনা
বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ
1. সকল প্রকার শুমারী পরিচালনা করা (আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)।
একটি বাড়ি একটি খামার প্রকল্প
ক) দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচী (ভিজিডি) - প্রতি মাসে ৩০কেজি খাদ্য শস্য বিনামূল্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ যা ২৪ মাস ব্যাপি চলমান।
খ) দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী : ২০১১-১২ অর্থবছরে ইউনিয়ন প্রতি ২৮ জন হারে ১২টি ইউনিয়নে ৩৩৬ জন এবং ২০১০-২০১১ অর্থবছরে ইউনিয়ন প্রতি ০১ জন হারে ১২ টি ইউনিয়নে ১২ জন সর্বমোট ৩৪৮ জন উপকারভোগীর মাঝে মাসিক ৩৫০/- টাকা হারে ২৪ মাস চলমান।
গ) ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায়ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান : কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী আবেদন প্রাপ্তির ১(এক)মাসের মধ্যে ঘুর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২ মাসের মধ্ বিতরণ করা হয়।
ঘ) স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন : আবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিবন্ধনের ব্যবস্থা করা হয়। (নিবন্ধনের শর্ত পূরন সাপেক্ষক্ষ)।
ঙ) বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ : মহিলাদের আত্মকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীতসক্রিয় মহিলা সংগঠনসমূহের অনুদান প্রাপ্তির আবেদন সুপারিশ করে জেলা কার্যালয়ে প্রেরনকরা হয়। আবেদনের প্রেক্ষিতে ০২ মাসের মধ্যে।
চ) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ : মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষে উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে থাকে। আবেদন এবং অ
গ) ক্ষুদ্র ঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায়ও প্রশিক্ষিত নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান : কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারীর আবেদন প্রাপ্তির ১(এক)মাসের মধ্যে ঘুর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋণ ২ মাসের মধ্ বিতরণ করা হয়।
1. সকল প্রকার শুমারী পরিচালনা করা (আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)।
2. কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল) সংগ্রহ পূর্বক হেড অফিসে প্রেরণ করা।
3. প্রধান প্রধান ফসল ধান, পাট, গম, আলু ইত্যাদির মোট আয়তন এবং কর্তন পূর্বক মোট উৎপাদন নিরূপন করা।
4. দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত্ব সংগ্রহ করা।
5. সেম্পল ভাইটাল রেজিষ্ট্রেশন সিষ্টেম (এসভিআরএস) এর আওতায় জন্ম-মৃত্য, বিবাহ, তালাক, আগমন ও বর্হিগমন ইত্যাদি পরিসংখ্যান সংগ্রহ করা।
6. খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা, দারিদ্রতা ইত্যাদি পরিমাপ করা।
7. এম আই সি এস জরিপের মাধ্যমে শিশু মৃত্যু, বিবাহ, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ইত্যাদি পরিসংখ্যা সংগ্রহ করা।
8. উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ করা। প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার বিভিন্ন ফসল ও সম্পদের ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপন করা।
1. সকল প্রকার শুমারী পরিচালনা করা (আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)।
2. কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল) সংগ্রহ পূর্বক হেড অফিসে প্রেরণ করা।
3. প্রধান প্রধান ফসল ধান, পাট, গম, আলু ইত্যাদির মোট আয়তন এবং কর্তন পূর্বক মোট উৎপাদন নিরূপন করা।
4. দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত্ব সংগ্রহ করা।
5. সেম্পল ভাইটাল রেজিষ্ট্রেশন সিষ্টেম (এসভিআরএস) এর আওতায় জন্ম-মৃত্য, বিবাহ, তালাক, আগমন ও বর্হিগমন ইত্যাদি পরিসংখ্যান সংগ্রহ করা।
6. খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা, দারিদ্রতা ইত্যাদি পরিমাপ করা।
7. এম আই সি এস জরিপের মাধ্যমে শিশু মৃত্যু, বিবাহ, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ইত্যাদি পরিসংখ্যা সংগ্রহ করা।
8. উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ করা। প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার বিভিন্ন ফসল ও সম্পদের ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপন করা।
9. প্রধান ফসলে (আউশ, আমন, বোরো, গম, পাট, আলু, ও ভুট্রা) ফসলের আয়তনের অগ্রিম পূর্বাভাস রিপোর্ট
ধাপ-1
ধাপ-2
ধাপ-3
ধাপ-4
ধাপ-5
ধাপ-6
ধাপ-7
ধাপ-5
ধাপ-6
ধাপ-7
ধাপ 1-প্রশিক্ষন
বেতন বিল নিষ্পত্তি
জি পি এফ অগ্রিম/চুড়ান্ত পরিশোধ, গৃহনির্মাণ সহ অন্যান্য অগ্রিম ও ভ্রমণ ভাতা বিল নিষ্পত্তি
জি পি এফ ব্যালেন্স স্থানান্তর, পে স্লিপ ইস্যু
সরবরাহ সেবা, মেরামত সংরক্ষণ, সম্পদ সংগ্রহ ইত্যাদি খাতসহ উন্নয়ন খাতের বিল নিষ্পত্তি
মাসিক পেনশন
ধাপ-2 যুব ঋণ বিতরণ
ধাপ-2 আত্নকর্মসংস্থানে উদ্বুদ্ধ করণ
ধাপ-3 প্রকল্প বাছাই
ধাপ-4 যুব ঋণ বিতরণ
সেবা-১
মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের এবং উচ্চ মাধ্যমিক ও স্মাতক পর্যায়ের ছাত্রীদের মধ্যে উপ-বৃত্তির টাকা প্রদান করা হয়।
১. মাঠ জরিপের মাধ্যমে ভুমি মালিকগনের ভুমির হাল নাগাদ নক্সা ও রেকর্ড প্রস্তুত করণ।
.২ ভুমি মালিকগনের ভুমির নক্সা ও রেকর্ড সম্পর্কে কোন প্রকার আপত্তি থাকলে ডিসপুট (বিবাদ)/আপত্তি/আপিল কেস শুনানী গ্রহণের মাধ্যমে নিস্পত্তি করতঃ শুদ্ধ রেকর্ড প্রণয়ন করা হয়।
ভুমির মালিকানা নির্ধারণ, রেকর্ড ও নক্সা প্রস্তুত এবং বিলিকরণ।
ভুমি মালিকগনের ভুমির নক্সা ও রেকর্ড সম্পর্কে কোন প্রকার আপত্তি থাকলে ডিসপুট (বিবাদ)/আপত্তি/আপিল কেস শুনানী গ্রহণের মাধ্যমে নিস্পত্তি করতঃ শুদ্ধ রেকর্ড প্রণয়ন করা হয়।
সেবা-১
গবাদিপশু ও হাঁসমুরগী পালন
প্রশিক্ষণদান
নেতৃত্ব বিকাশ ও দল উন্নয়ন প্রশিক্ষণ
সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ
জেন্ডার ফোকাল পয়েন্ট প্রশিক্ষণ
মাঠির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার উৎপাদন ও ব্যবহার
সার ব্যবস্তাপনা
কৃষি ভর্তুকী
বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম ম্যাপ
সেবা-১
সেবা-১
সেবা-১
সেবা-১
সেবা-১
সেবা-১
সেবা-১
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
কি সেবা কিভাবে পাবেন
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
সেবা এবং ধাপসমূহ
কৃষি প্রযুক্তি প্রশিক্ষণ
কীটনাশক লাইসেন্স
অফিসের নাম: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বিষয়বস্তু
বর্হি: বিভাগ
অফিসের নাম: উপজেলা সমবায় অফিস
বিষয়বস্তু
আশ্রায়ন প্রকল্পের ঋণ বিতরণ প্রসেস ম্যাপ
অফিসের নাম: উপজেলা প্রাণিসম্পদ অফিস
বিষয়বস্তু
চিকিসা সেবা
অফিসের নাম: উপজেলা পরিবার পরিকল্পনা অফিস
বিষয়বস্তু
সেবা এবং ধাপ সমূহ
অফিসের নাম: আনসার ও ভিডিপি
বিষয়বস্তু
সেবা এবং ধাপসমূহ